নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২রা,মে :: বেতন কাঠামো পরিবর্তন, সঠিক সময়ে বেতন প্রদান,কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান, সহ একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলনে নামলো মঙ্গলবার তৃনমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি আয়ত্তাধীন বর্ধমান ২নম্বর জাতীয় সড়কের ঠিকাদার সংস্থার সমস্ত অস্থায়ী কর্মীরা।
পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুরে তারা মিছিল সংগঠিত করলো। ইতিপূর্ব একাধিকবার এইসমস্ত দাবিকে কেন্দ্র করে সরব হয়েছিলো অস্থায়ী কর্মীরা। কিন্তু তারপরেও ঠিকাদার সংস্থা কোনোরকম পদক্ষেপ গ্ৰহন করেনি। কর্মক্ষেত্রে নিরাপত্তার নিশ্চয়তা নেই এমনটাই অভিযোগ ঠিকাদার সংস্থার এইসমস্ত অস্থায়ী কর্মীদের।
২নম্বর জাতীয় সড়কে নিত্যদিন তারা কাজ করছেন, বিভিন্ন সময় দূর্ঘটনাও ঘটে কিন্তু দূর্ঘটনা স্থল থেকে সেইসমস্ত কর্মীদের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য কোনো এম্বুলেন্স পরিষেবাও সঠিকভাবে পাওয়া যায়না বলে অভিযোগ।এছারাও মাসের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ করা হয়না।সেই বেতন কাঠামো পরিবর্তন করার প্রয়োজন রয়েছে বলে এমনটাই দাবি অস্থায়ী কর্মীদের।
একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কোনো সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার আঝাপুর সংলগ্ন এলাকায় মিছিল করলো,জাতীয় সড়কে কর্মরত এই সমস্ত অস্থায়ী কর্মীরা।এরপরেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে লাগাতার আন্দোলন চলবে বলে জানাচ্ছেন অস্থায়ী কর্মীরা।