নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ১০,মে :: বাতিল হয়েছে ছুটি । আপাতত ছুটির দিনেও চালু কলকাতা কর্পোরেশনের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম । শহরের বিভিন্ন জায়গায় এমনকি কলকাতা কর্পোরেশনের চলছে নজরদারি ।
যুদ্ধ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যে সরকারের সঙ্গে বৈঠক করেছে । পরবর্তী সময় রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে সমস্ত সরকারি ছুটি বাতিল করা হয়েছে । একই পথে হেঁটে কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা কর্পোরেশন ।
এদিন ওসি কন্ট্রোল কার্তিক নন্দী বলেন, “দুর্যোগপূর্ণ দিনগুলিতে এই কন্ট্রোল রুমের মাধ্যমে যেমন শহরে নজরদারি চলে এখন দেশের যুদ্ধ পরিস্থিতিতে তেমন কড়া নজর থাকবে । আমরা ২৪ ঘণ্টা থাকছি ।
নাগরিকরা কোথাও কোনও বিপদের মুখে পড়লে বা পুর সম্পত্তি ক্ষতির আশঙ্কা থাকলে দ্রুত জানানো হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে । যাতে নাগরিকদের নিরাপদ স্থানে আনা যায়, ত্রাণ পৌঁছনো যায় সব দিকেই আমরা নজর রাখছি । থাকছে শহরজুড়ে নজরদারি ।