সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: শুক্রবার রাত থেকেই শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। বৃষ্টির জেরে উধাও শীত!। পশ্চিমী ঝঞ্ঝার কারণে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। অসময়ে বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকরা। কৃষকদের দাবি অসময়ে বৃষ্টির ফলে আলু, সরিষা ,বাঁধাকপি, ফুলকপি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বহু এলাকা অসময়ে বৃষ্টির জেরে জমেছে জল।
আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃষ্টির দাপট চলবে শনিবার পর্যন্ত। বৃষ্টির জেরে উধাও হয়ে গেছে শীত। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে কুয়াশার চাদরে ঢেকে গিয়েছিল।আবহবিদরা আরও জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝা সাধারণত কাশ্মীর থেকে ভারতে প্রবেশ করে। তার জেরেই উত্তর ভারতে তুষারপাত হয়।
কিন্তু, সম্প্রতি একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে সরাসরি বঙ্গে প্রবেশ করছে। যার জেরে পিছু হটছে শীত। তাই আপাতত জাঁকিয়ে ঠান্ডা পরার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।