নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বিদেশ ডেস্ক :: মঙ্গলবার ২,সেপ্টেম্বর :: আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০০০ জনেরও বেশি। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইতিমধ্যেই ত্রাণ ও চিকিৎসা সহায়তার আশ্বাস দিয়েছে। আফগানিস্তান সরকার বিশ্ব সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে।