আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রবল বৃষ্টি – দক্ষিণ ২৪ পরগনা সহ চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: কমছে শীতের আয়ু। আবহাওয়ার খামখেয়ালিপনায় প্রবল বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা সহ চার জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্জা ও পুবালি বাতাসে কারণে আগামী দুদিন ধরে প্রবল বৃষ্টি রাজ্যে। দার্জিলিং জলপাইগুড়ি সহ একাধিক জেলায় আশঙ্কার জারি করেছে হাওয়া অফিস। আগামীকাল শনিবার সরস্বতী পুজো ।

সরস্বতী পুজোর আগেই প্রবল বৃষ্টির জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের। বাঙালির ভ্যালেন্সটাইন্ড ডে তে ভিলেন বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। সঙ্গে পাল্লা দিয়ে চলছিল ঝড়ো হাওয়ার দাপট ও বৃষ্টি । প্রবল বৃষ্টির জেরে ক্ষতির সম্মুখীন দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন কৃষকরা। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে অসময়ের বৃষ্টির জেরে মাথায় হাত কৃষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 12 =