নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৫,অক্টোবর :: বর্তমানে নিম্নচাপটা অনেকটাই শক্তি হারিয়েছে এবং সেটার অবস্থান হচ্ছে এই মুহূর্তে মিজোরামের কাছাকাছি অর্থাৎ আমাদের থেকে অনেকটাই দূরে সরে গেছে এটা ক্রমশ আরো দুর্বল হয়ে আরো দূরে সরে যাবে আমাদের রাজ্য থেকে পূর্ব দিকে । আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিশেষ কিছু প্রভাব আর নেই।
আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকবে। আজকের দিনটা আংশিক মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছেনা । রাতের তাপমাত্রায় আগামী ৩ ৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে এই মুহূর্তে সতর্কতা বলে কিছু নেই।
উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ শুষ্ক আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কলকাতার ক্ষেত্রে আগামী দু-তিন দিনের মধ্যে রাতের তাপমাত্রা ২২ থেকে ২৩ ডিগ্রি কাছাকাছি চলবে এই মুহূর্তে সতর্কবার্তা কিছু নেই