নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: শনিবার ২৫,মে :: আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দুপুরের পর থেকেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ উপকূলবর্তী বেশ কয়েকটি জেলা এর ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। আর সেই দিক কি মাথায় রেখেই হাওড়া প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
হাওড়া শ্যামপুর এক ও দু নম্বর ব্লক আইল্যা প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ক্ষতি পূরণ করার পর কয়েক বছরের মধ্যেই আবার এক ঝড় রেমাল আছড়ে পড়তে পারে হাওড়ার উপকূলবর্তী এলাকায়। প্রশাসনিক তৎপরতা তাই তুঙ্গে। মোতায়েন রাখা হয়েছে এন ডি আর এফ।
এনডিআরএফ ইতিমধ্যেই এক প্রস্থ নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করে গিয়েছে। এছাড়া এই দুই ব্লকে চলছে মাইকিং। মৎস্যজীবীদের নদীতে নামতে নিষেধ করা হয়েছে বলে জানা গিয়েছে দুই ব্লক প্রশাসন সূত্রে