সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: শুক্রবার ১৩,অক্টোবর :: আগামী তিন থেকে চার দিন দক্ষিণ বঙ্গের জন্য মূলত শুষ্ক আবহাওয়া থাকবে শুধুমাত্র একদম কোস্টাল অর্থাৎ সমুদ্র ঘেষা যে অঞ্চলগুলো মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে । উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি জারি থাকবে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং সাইডে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ।
তাপমাত্রা এই মুহূর্তে কোন চেঞ্জ নেই মেঘমুক্ত আকাশ থাকছে দিনের বেলা গরম অনুভূত হবে। আদ্রতা জনিত অস্বস্তিকর গরম বজায় থাকবে সতর্কবার্তা বলতে এই মুহূর্তে কোথায় কোন কিছু নেই শনিবার মহালয়া মহালয়ার দিন দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া ।
বৃষ্টির সম্ভাবনায় প্রায়ই নেই উপকূল অঞ্চলে একটু মেঘলা থাকার সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই আগামী এক দু দিনের মধ্যে বর্ষা বিদায় নিতে চলেছে আমাদের ওয়েস্টার্ন পার্ট দিয়ে এই বছর বর্ষা আশাতে লেট হয়েছিল কিন্তু বর্ষা বিদায় নিজের নির্ধারিত সময়ে হচ্ছে