সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: গঙ্গাসাগরে এসে অসুস্থ হয়ে পড়া এক ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীকে মঙ্গলবার জরুরী ভিত্তিতে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হলো কলকাতায়।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে অসুস্থ ঐ পুণ্যার্থীর নাম রমেশ চন্দ্র (৫২) । তিনি এসেছেন উত্তর প্রদেশ থেকে। পরিবারের সদস্যদের সঙ্গে উত্তর প্রদেশ থেকে গঙ্গাসাগরে আসেন রামেশ চন্দ্র । পুণ্য স্নানের সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন ।
তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় অস্থায়ী হাসপাতালে । কর্মরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করেন ।
এরপর জরুরী ভিত্তিতে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে স্থানান্তরিত করেন । তড়িঘড়ি গঙ্গাসাগরের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের মাধ্যমে কলকাতার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে যাওয়া হয় অসুস্থ ওই পুণ্যার্থীকে।
পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ। ইতিমধ্যেই তিনজন ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীকে জরুরী ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে কলকাতায় চিকিৎসার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

