নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রাতের অন্ধকারে তৃণমূল নেতার বাড়ির লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। প্রায় ১২ রাউন্ড মতন গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর এখনও তাজা বোমা পড়ে আছে এলাকায়। ভাঙড়ের বড়ালি গ্রামের ঘটনা।
তৃণমূল নেতা ফজলে করিমের বাড়ির লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির আওয়াজ শুনে খাটের নীচে ঢুকে যায় ফজলে করিম। সকালে উঠে দেখেন, দরজা জানালার পাশাপাশি খাটের একাধিক জায়গাতে গুলির দাগ রয়েছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার বিশাল বাহিনী রাতেই ফজলে করিমের বাড়িতে গিয়ে গুলির খোল উদ্ধার করে ঘটনা তদন্ত শুরু করেছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে গুলি চালানোর ঘটনা ঘটে বলে দাবি তৃণমূল নেতার।
জানা যাচ্ছে, কয়েকদিন আগেই ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন এই ফজলে করিম। তাই তাঁর বাড়িতে হামলা হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করছে।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে এলাকা। বুধবার সকালেও তৃণমূল নেতার বাড়ির সামনে গুলির খোল পড়ে থাকতে দেখা গিয়েছে। বাড়ির সামনে পড়ে রয়েছে তাজা বোমা।