সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: সোমবার ৩১,মার্চ :: আবারও কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত গ্রামবাসী,
শনিবার রাতে এলাকার এক বাসিন্দা দেখতে পান মাতলা নদীর কাছে গ্রাম সংলগ্ন নদী বাঁধ এলাকায় বাঘের পায়ের ছাপ,
মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে গ্রামে, খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিক দের, খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ও বনদপ্তর কর্মীরা যায় ঘটনা স্থলে যায়,
বনদপ্তরের কর্মীরা বাঘ নাকি অন্য কোন বন্য পশু তার অবস্থান কোথায় চিহ্নিতকরণের কাজ শুরু করেছে।