নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নাগরাকাটা :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: ঘটনাটি ঘটেছে নাগরাকাটা ব্লকের আংরাভাষা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোগলকাটা চা বাগান সংলগ্ন খুটাবাড়িতে।
জানা গেছে, খলিল রহমানের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র করিমুল হক ওরফে আলামিন (১১), বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ির সামনে খেলছিল।সেই সময় আচমকাই একটি চিতাবাঘ গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে আলামিনের ঘাড়ে কামড় বসিয়ে তাকে টেনে নিয়ে যায় চা বাগানের ভিতরে। গ্রামবাসীরা ছুটে এলেও শেষ রক্ষা হয়নি। প্রায় এক ঘণ্টা পর বাগান থেকে উদ্ধার হয় তার দেহ।
এই ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক এবং বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়েছে। অভিযোগ, বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে মারাত্মক দেরি করেছেন। স্থানীয়রাই দেহ উদ্ধার করে বিক্ষোভ দেখান।