আবারও দক্ষিণ শহরতলিতে বড়সড় অস্ত্র কারখানার হদিস

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: বুধবার ২০,সেপ্টেম্বর :: আবারও দক্ষিণ শহরতলিতে হদিস মিলল বড়সড় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার । দক্ষিন ২৪ পরগনার জয়নগর থানার কাশীপুর কামারিয়া গ্রামে রীতিমত জমিয়ে চলছিল এই কারখানা । বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের হানায় শেষমেশ গ্রেফতার হয় ওই আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী ।

ধৃতের নাম রহমতুল্লা শেখ।উদ্ধার হয় দুটি লং ব্যারেল গান , আটটি পাইপগান । এছাড়া আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম সহ বেশ কয়েকটি অসমাপ্ত আগ্নেয়াস্ত্রও । ধৃতকে বুধবার বারুইপুর আদালতে তোলা হয় । ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত রহমতুল্লা দীর্ঘদিন ধরেই বাড়িতে আগ্নেয়াস্ত্র তৈরি ও কেনাবেচার সাথে যুক্ত ছিল । গোপন সূত্রে এই খবর পাওয়ার পর বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা জয়নগর থানা ও বকুলতলা থানার পুলিশকে নিয়ে মঙ্গলবার রাতে যৌথভাবে অভিযান চালায়। মুলত ক্রেতা সেজে প্রথমে যোগাযোগ করা হয় ধৃত অস্ত্র ব্যবসায়ীর সাথে।

নির্দিষ্ট অর্থের বিনিময়ে ডেলিভারি করার কথা ছিল জয়নগরের ময়দা এলাকায় একটি নার্সিংহোম এর সামনে। নির্ধারিত সময়ের পরেও প্রায় দেড় ঘন্টা বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। পুলিশ কর্মীরা মোটরসাইকেল ও অটোতে ছিলেন । বিভিন্ন জায়গায় ঘোরার পর ময়দা এলাকা থেকেই শেষমেষ অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ ।

এরপর তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে হানা দেয় পুলিশ মুলত নির্জন এলাকায় দুকামরার ঘর ও সামনে চালাঘরেই চলছিল আগ্নেঅস্ত্র তৈরির কারবার। বাড়ির পেছনেই রয়েছে পুকুর। যাতে কেউ কিছু বুঝতে না পারে।

পুকুরের জলেও প্লাস্টিক দিয়ে সিল করে লুকানো ছিল আগ্নেয়াস্ত্র । সেখান থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। বাড়িতে অভিযুক্তর তার স্ত্রী ও ছেলে থাকত। দীর্ঘদিন ধরে চলা এই কারখানায় তৈরি আগ্নেয়াস্ত্র মূলত কোথায় কোথায় কাকে বিক্রি করা হত ও এর কে কে এই ব্যবসার সাথে যুক্ত তা জানতে ইতিমধ্যেই কোমর বেঁধে তদন্তে নেমেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + ten =