আবারও দুঃসাহসিক চুরির ঘটনায় সর্বশান্ত পরিবার – তদন্তে পুলিশ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: মঙ্গলবার ১৮,ফেব্রুয়ারি :: ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পরপর তিনটি দরজা ভেঙে ঘরের সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের আরবলদা গ্রামে। আরবলদা গ্রামের বাসিন্দা শিবানী দত্ত মজুমদার। দীর্ঘদিন আগেই তার স্বামী মারা যায়।

তার একমাত্র মেয়ে কর্মসূত্রে বাইরে থাকেন। সেই কারণেই মাঝে মধ্যে শিবানী দত্ত তার মেয়ের কাছে চলে যেতেন। গত শনিবার সে তার মেয়ের কাছে গিয়েছিলেন। তিনি যাওয়ার সময় সব দরজাতে তালা মেরে রেখে গিয়েছিলেন।

সেই খবর ছিল দুষ্কৃতীদের কাছে। সেই সুযোগ নিয়েই গভীর রাতে দরজার সবকটি তালা ভেঙে বাড়িতে থাকা নগদ টাকা এবং কিছু দামি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

যেহেতু আমি এই বাড়িতে একাই থাকি সেই কারণে চরম আতঙ্কিত হয়েছি। আমি চাই যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করে প্রশাসন আইনত ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + thirteen =