আবারও পুলিশের জালে গ্রেপ্তার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে আবারো অভিযান জেলা পুলিশের। পুলিশের জালে গ্রেপ্তার ৩ বাংলাদেশী অনুপ্রবেশকারী। সূত্রের খবর, গতকাল রাতে নদীয়ার গাংনাপুর থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়, এরপর সন্দেহভাজন ভাবে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ।

পরবর্তীতে জানতে পারে ওই তিন ব্যক্তি বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতদের নাম জাফর মিয়া, কাজী আকাশ, কাজী মনিরুল হক। বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে নদীয়ার রানাঘাট বিচার বিভাগীয় আদালতে পাঠায় গাংনাপুর থানার পুলিশ।

উল্লেখ্য এর আগেও জেলা পুলিশের তৎপরতায় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০০ রো বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে পুলিশ, শুধু তাই নয়, অনুপ্রবেশকারীদের মদত দাতা ভারতীয় দালাল চক্রের সাথে জড়িত বেশ কিছু ব্যক্তিকেও গ্রেফতার করে।

সম্প্রতি বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে গ্রেপ্তার করছে একের পর এক অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে জানা যায়, এই অভিযান চলতে থাকবে লাগাতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =