নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঘাটাল :: বৃহস্পতিবার ৩,এপ্রিল :: ঘাটাল মহকুমার দাসপুর থানার অন্তর্গত কলোড়া হাই স্কুলের সাত জন ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকা এখনো অ্যকাউন্টে আসেনি।
ওই সাত জন ভোকেশনাল অর্থাৎ বৃত্তিমূলক শাখার ছাত্র-ছাত্রী। ওই ছাত্রছাত্রীরা ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে দেখা করে যাতে ট্যাবের টাকা তারা পায়।
রাজ্য সরকার ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে উচ্চমাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেয়। ট্যাব কেনার টাকা নিয়ে এ বছর বিস্তর অভিযোগ উঠেছে। সারা রাজ্যজুড়ে বেশ কিছু ছাত্র-ছাত্রীর অ্যকাউন্টে ট্যাবের টাকা জমা পড়েনি অথবা অন্যের অ্যকাউন্টে টাকা জমা পড়েছে।
এই নিয়ে শিক্ষা দপ্তর এবং স্কুলের কর্তৃপক্ষের মধ্যে চাপানউতোর চলে। কলোড়া হাই স্কুলের ছাত্ররা জানায়, তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য ট্যাবের টাকা পাওয়ার কথা, তা তারা এখনো পাননি। ছাত্রছাত্রীরা জানায়,মহকুমা শাসক এই ব্যাপারে বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।