নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: ২৩শে, মার্চ :: আবারো বড়সড় সাফল্য জামুরিয়া থানার পুলিশের আজ জামুরিয়া থানায় এক সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এ۔সি۔পি সীমান্ত ব্যানার্জি । তিনি জানান গত ১৪ই মার্চ জামুরিয়ার একটি বেসরকারি কারখানায় রড বোঝাই করা ট্রাক নিয়ে চম্পট দেয় গাড়ি চালক ।গাড়ির মালিক নির্দিষ্ট জায়গায় মাল না পৌঁছানোর কারণে গাড়ির খোঁজ শুরু করেন ।
গাড়িতে থাকা জিপিআরএস সিস্টেম থেকে জানা যায় সেই গাড়ি ছত্তিশগড় পৌঁছে গেছে । গাড়ির মালিক ছত্রিশগড় থেকে যখন গাড়িটি আনতে যায় সেখানে দেখে গাড়ি ফাঁকা রয়েছে এবং গাড়ির সমস্ত লোহার রোড মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এলাকায় আনলোডিং করা হয়েছে ।
পুলিশ মুর্শিদাবাদ জেলার সাগরদীঘি থেকে থেকে ওই রড উদ্ধার করে নিয়ে আসে জামুরিয়া থানায় ।গাড়িতে ৩০ টন লোহার রড বোঝাই করা ছিল যার বাজার মূল্য আনুমানিক ১৫ লক্ষ টাকা বলে এমনটা জানা যায় । এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে জামুড়িয়া থানার পুলিশ । এই ঘটনায় আর কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখছে পুলিশ ।