সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: আবারও বড়সড় সাফল্য পেল বারুইপুর পুলিশ জেলার পুলিশ । পুলিশের জালে ধৃত বেআইনি মাদক পাচারকারী। বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার গাঁজা সহ হেরোইন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পুলিশ জেলার অন্তর্ভুক্ত ঘুটিয়ারি শরিফ ফাঁড়ি এলাকার ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁড়ি এলাকায় মঙ্গলবার গভীর রাতে হানা দেয় বারুইপুর পুলিশ জেলার পুলিশের একটি বিশেষ দল ।
এলাকারই বেআইনি এক মাদক পাচারকারী কাছ থেকে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা সহ ১৫ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে । বেআইনি মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতদের নাম মুসলিমা মোল্লা ও রমজান লস্কর ।
ধৃতদের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক পদার্থ আইনে মামলা রুজু করা হয়েছে । ধৃতদের বুধবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে ।