কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৮,ডিসেম্বর :: আবারো বড়সড় সাফল্য মালদা জেলা পুলিশের। বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন তিন মাসের ব্যবধানে প্রায় ১৯১টি মোবাইল উদ্ধারের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ।
মালদার পুলিশ সুপার অফিসের প্রত্যার্পণ নামক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মোবাইল ফিরিয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের মূলত উদ্যোগেই এদিন ১৯১ জন প্রকৃত মালিকদের হাতেই মোবাইলগুলি ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিন পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন জেলা পুলিশের অন্যান্য পদস্থ কর্তারা।