সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: আবারো বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়। শনিবার রাতে বাঘের উপস্থিতি বুঝতে পারেন পাথরপ্রতিমা পূর্ব সুরেন্দ্রনগর এর গ্রামের বাসিন্দারা। স্থানীয় কয়েকজন বাসিন্দা পাথরপ্রতিমা ঠাকুরান নদীর চরে একজোড়া বাঘ দেখতে পায় বলে দাবি করে। রবিবার ঠাকুরান নদীর চরে টাটকা বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা। বাঘের পায়ের ছাপ দেখার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
খবর দেয়া হয় স্থানীয় বনদপ্তরে। খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে আসে, পায়ের ছাপ অনুযায়ী তল্লাশি শুরু করে। যদিও দিনের আলো ফোটার পর এখনো পর্যন্ত বাঘের দেখা মেলেনি। সম্প্রতি কয়েকদিন আগেই রায়দিঘির বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে।
রায়দিঘির পর আবার পাথরপ্রতিমায় সেই আতঙ্কের ছবিটা স্পষ্ট করে দিচ্ছে “বাঘের বাসস্থান কেড়ে নিচ্ছে মানুষেরা”। বনদপ্তর এর কর্মীরা সকাল থেকে জঙ্গলের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। বাঘের আতঙ্ক জেরে স্থানীয় মানুষেরা ঘরবন্দি হয়ে পড়েছে।