সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: মঙ্গলবার ৭,নভেম্বর :: উৎসবের মরশুমে ফের বাসন্তীতে অস্ত্র কারখানার হদিশ। অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম-সহ তিন জনকে গ্রেপ্তার করল বাসন্তী থানার পুলিশ ও এসটিএফ। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।জানা গিয়েছে, কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর চিৎকুমার এলাকায় অস্ত্র কারখানা চলছে বলে খবর পায় এসটিএফ।
এর পরই তাদের তরফে বাসন্তী থানার সঙ্গে যোগাযোগ করা হয়। নজরদারি শুরু হয় ওই এলাকায়। পরে রবিবার রাতে বাসন্তী থানার পুলিশ ও এসটিএফের আধিকারিকরা একসঙ্গে হানা দেয়। বাড়ির মধ্যে চলা অস্ত্র কারখানা থেকে অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
জানা গিয়েছে, ওই কারখানা থেকে বন্দুকের বাট, নল-সহ অস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের তোলা হচ্ছে আলিপুর আদালতে। এদিকে ক্যানিং থেকে অস্ত্র-সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
এই বিষয় ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস তিনি বলেন ,বাসন্তী থানার চিৎকুমার এলাকায় একজন অস্ত্র বিক্রেতা রয়েছে এবং তার কাছে অস্ত্র রয়েছে এমনটাই পুলিশ গোপন সূত্রে খবর পায়। গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ তদন্ত নেমে বাসন্তী চিৎকুমার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। ইতাহার গায়েন (৭০), ইয়াজুল খান (২৩) ও হাসানুর গায়েন (২৯) এই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে , তিনটি ছোট আগ্নেয়াস্ত্র ও একটি লম্বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এর পাশাপাশি ওই অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জাম। ধৃতদের সোমবার ৭ দিনের পুলিশ হেপাজত চেয়ে আবেদন জানানো এবং এই প্রেক্ষিতে বারুইপুর আদালতে তোলা হয় ।