সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তি :: বাসন্তি থানার আই সি গত কাল সন্ধ্যা বেলা গোপন সূত্রে খবর পান যে ৬ নং সোনাখালীর শুভেন্দু মন্ডল পিতা অনন্ত মন্ডল তার বাড়িতে অবৈধ অস্ত্র ও গুলি মজুত করেছে। এই খবর পেয়ে বাসন্তি থানার আই সি শুভেন্দু মন্ডল এর বাড়িতে হানা দেয় ও এবং শুভেন্দু মন্ডলকে আটক করে।জিজ্ঞাসাবাদে সে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করে। এবং এও জানায় যে সে অবৈধ অস্ত্রগুলি তার ভাই সুশান্ত মন্ডলকে রাখতে দিয়েছে। ফলে সুশান্ত মন্ডল কেও আটক করা হয়। সেও অবৈধ অস্ত্রগুলি রাখার কথা স্বীকার করে।
এর পর দুই ভাই সুশান্ত মন্ডলের বাড়ির একটি টিনের বাক্স হতে একটি দেশজ বন্দুক ও এক রাউন্ড গুলি বের করে দেয়। পুলিস অবৈধ অস্ত্রগুলি সিজ করেন ও দুই ভাইকেই গ্রেপ্তার করেন।
অন্য দিকে গত চার তারিখে কলাহাজরার মটলেপ পূরকায়েত নামে এক ব্যক্তিকে বেআইনি অস্ত্র সমেত গ্রেপ্তার করে আদালতে তোলা হয়। আদালতের আদেশ অনুসারে ওই ব্যক্তিকে পুলিস রিমান্ডে নেওয়া হয়। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানাযায় যে তার বাড়ির পিছনের দিকে একটি কুড়ে ঘরে খড়ের ভিতরে আরও একটি অবৈধ অস্ত্র রাখা আছে।
তদন্তকারী অফিসার এসআই সৌমেন দালাল ওই জায়গায় আসামিকে নিয়ে তল্লাশি চালিয়ে আরো একটি অবৈধ অস্ত্র উদ্ধার করেন।