কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: আবারও বিতর্কে পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি। পঞ্চায়েত সমিতির সভাপতি পদ বাঁচাতে বিজেপির সদস্যদের দিয়ে পঞ্চায়েত সমিতিতে অনাস্থা করার অভিযোগ সভাপতি মৃণালিনী মন্ডল মাইতির বিরুদ্ধে। এমনই অভিযোগ পঞ্চায়েত সমিতির সহ সভাপতির।আর এই অভিযোগ ঘিরে সরগরম পুরাতন মালদা পঞ্চায়েত সমিতি।
সংখ্যাগরিষ্ঠতা না থাকার পরও বিজেপির অনাস্থা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। জেলা বিজেপির নেতৃত্বের আপত্তি স্বত্বেও কি করে বিজেপি থেকে বহিষ্কৃত পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার নির্দেশে বিজেপির পাঁচ সদস্য অনাস্থা প্রস্তাবে রাজি হয়েছে। তা নিয়েও শুরু হয়েছে বিজেপির অন্দরে দ্বন্দ্ব।
অনাস্থা চিঠিতে সহির পর থেকে বিজেপি পাঁচ জন সদস্য ও বহিষ্কৃত বিজেপি সদস্যের নিরুদ্দেশ হওয়ায় সভাপতি পদ বাচাতে মৃণালিনী মন্ডল মাইতির এমন যোগসাজস মনে করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।