নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাঁসখালী :: মঙ্গলবার ১৮,মার্চ :: আবারও বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার হাসখালীতে। এবার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিক ও দুই টাউটকে গ্রেফতার করে রানাঘাট আদালতে পাঠালো হাসখালি থানার পুলিশ।
সূত্রের খবর, হাসখালি পুলিশ গোপন সূত্রে খবর পায় হাসখালীর নিমতলা এলাকা দিয়ে দুই বাংলাদেশি নাগরিককে উত্তর ২৪ পরগনা এলাকায় নিয়ে যাচ্ছে দুই টাউট। আর এর পরই হাসখালি পুলিশ অভিযান চালিয়ে নিমতলা এলাকা থেকে দুই বাংলাদেশি ও দুই টাউটকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত দুই বাংলাদেশি প্রশান্ত হালদার ও পিন্টু চন্দ্র শীল বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম এলাকার বাসিন্দা। অন্যদিকে ধৃত দুই টাউট রাকেশ গাঙ্গুলি ও সুদর্শন হালদার বনগাঁ ও দত্তপুকুর এলাকার বাসিন্দা।