নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ৭,সেপ্টেম্বর :: আবারও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো পূর্ব বর্ধমান জেলায়। আউশগ্রাম ১ নম্বর ব্লকের পিচকুড়ি এলাকার গ্রাম্য সড়ক তার পাশ থেকে উদ্ধার হয় সাতটি তাজা বোমা।
আগামী বিধানসভা নির্বাচন ঘিরে গোষ্ঠীদ্বন্দ্বের আবহে ফের বোমা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, পিচকুড়ি এলাকা বোমার আঁতুড়ঘর। ফলে গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। এলাকা ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম্ব স্কয়ার্ডকে।