সুদেষ্ণা মন্ডল :: ভাঙড় :: সংবাদ প্রবাহ :: রবিবার ২১,মে :: পঞ্চায়েত নির্বাচনের আগে ২৪ পরগনা জেলা যেন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে। ভোটের আগে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে তাজা বোমা। রবিবার দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের কালের আইটে উদ্ধার সাতটি তাজা বোমা।
সূত্রের খবর, স্থানীয় বাসিন্দা আয়ূব মোল্লার বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হয়েছে বোমাগুলি। এ দিন আয়ূব মোল্লার পুত্রবধূ কাঠ আনতে বেরিয়েছিলেন। সেই সময় গোয়ালঘরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তার। সঙ্গে-সঙ্গে তিনি শ্বশুরকে ডাকেন। তৎক্ষনাত তিনি ফোন করে খবর দেন পুলিশে। খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এসে সাতটি তাজা বোমা উদ্ধার করে।
কে বা কারা এই বোমা রেখেছে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। বোম গুলি উদ্ধার করে পুলিশ।কিভাবে এলাকায় তাজা বোমা এল তা তদন্ত শুরু করেছে পুলিশ। বোমা উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে ওই এলাকার উপপ্রধান আলাউদ্দিন মোল্লা বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় অশান্তিক ঘটানোর জন্য এলাকায় বোমা মজুদ করছে আই এস এফ্ কর্মী সমর্থকরা।
এই বিষয় যার বাড়িতে বোমা পাওয়া গিয়েছে সে কিছু জানে না। আমরা চাই পুলিশ তদন্ত করুক । এ বিষয়ে আই এস এফের রাজ্য কমিটির সদস্য গাজী সাহাউদ্দিন সিরাজ জানান, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে । পুলিশ শাসকদলের কথা শুনছে না এটা আমি বিশ্বাস করিনা। শাসক দল কি অভিযোগ করছে তাতে আমি কর্নপাত করি না। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আমরা চাই পুলিশ তদন্ত শুরু করুক এবং এই ঘটনার সঙ্গে যারা দোষী রয়েছে তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিক।