বিশেষ সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: আবারও বোমা উদ্ধার মারগ্রামে।রামপুরহাট বিষ্ণপুর সড়কের ধারে একটি নির্মীয়মান বাড়ির পিছনে চৌবাচ্চায় চারটি ড্রাম নজরে আসে স্থানীয় মানুষজদের । পুলিশে খবর দেওয়া হলে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে চার ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার করে।
বোমা গুলিকে ঘিরে রেখেছে পুলিশ।বোম স্কোয়াড কে খবর দেওয়া হয়েছে।কে বা কারা কি উদ্দেশ্য নিয়ে বোমা মজুত করেছিলো তাই নিয়ে তদন্ত শুরু করেছে মারগ্রাম থানার পুলিশ।মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই থানায় থানায় শুরু হয়েছে অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধারের কাজ