নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: বুধবার ৩০,জুলাই :: ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ২নম্বর গলিতে। দুটি বোমা ফাটে বলে জানা যাচ্ছে। ভোরবেলা ভাটপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিকট শব্দ হয় । ভাটপাড়া থানার পেছনে হওয়ায় ছুটে য়ায ভাটপাড়া থানার পুলিশ। তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।যদিও তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে ওটা বোমা না বাজি সেটা দেখা হচ্ছে ভাটপাড়া পৌরসভার উপ পৌরপ্রধান দেবজ্যোতি ঘোষের দাবি বহুদিন ধরে ভাটপাড়া শান্ত রয়েছে ওই একটা বোম না বাজি ফুটেছে পুলিশ তদন্ত করছে।
অপর থেকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বিকট আওয়াজ এ বোমা ফেটেছে এবং ওখানে বোমা মজুদ করা হচ্ছিল। বিভিন্ন সময় দুষ্কৃতীরা ওই অঞ্চলে ঘোরাঘুরি করে থানার সামনে বোমা বন্দুক নিয়ে ঘোরে পুলিশ কিছুই বলে না।