নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: শনিবার ২৫,অক্টোবর :: আবারও বোলপুর থানার অন্তর্গত সিংগী অঞ্চলে লাউদা গ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার । স্থানীয় সূত্রে জানা যায় জেলেরা মাছ ধরতে গিয়ে আবারও জালে আটকে পড়ে একটি বোমা।
গ্রামের মানুষজন খবর পেয়ে ছুটে যান ঘটনাস্থলে । বোমাটিকে জল থেকে উদ্ধার করে ডাঙায় নিয়ে আসা হয়। দেখা যায় সেই আগেকার মতোই বোমা। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় বোলপুর থানার পুলিশকে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমাটিকে ঘিরে রাখে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে। বোলপুর পুলিশ প্রশাসন তীক্ষ্ণ নজর রাখছে যাতে ওই স্থানে কোনরকম জন সমাগম না হয়।

