সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বৃহস্পতিবার ৩০,নভেম্বর :: আবারও ভিন্ রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের। মৃতের বাড়ি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার জি প্লটে। অভাবের তাড়নায় সংসারের হাল ধরতে কাজের সন্ধানে ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছিল ওই এলাকার একই পরিবারের তিনজন। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর ধরে সংসারের হাল ধরার জন্য নায়েক পরিবারের সদস্যরা ভিন রাজ্যে কাজ করতে যেত।
নিজের দুই ভাইকে নিয়ে অভাবে তাড়নায় কেরালার তিরুবন্তপুরমে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল রাজকুমার নায়েক। রাজকুমারের সঙ্গে তার দুই ভাই ও রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল। মঙ্গলবার একটি বাড়ি তৈরি করার সময় একটি বালির খাদ থেকে বালি কাটছিল রাজকুমার।
কাজ করার সময় হঠাৎই সেই বালির খাদে হুড়মুড়িয়ে ধস নামে। মুহূর্তের মধ্যে সেই খাদে ভর্তি হয়ে যায় বালি । দুই ভাইয়ের সামনে বালি চাপা পড়ে রাজকুমার। এরপর তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু হয় এবং সেই বালির খাদ থেকে উদ্ধার করা হয় তাকে। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই মৃত্যু সংবাদ এসে পৌঁছায় পাথরপ্রতিমাতে। মৃত্যু সংবাদ পেয়ে শোকাহত হয়ে পড়ে গোটা পরিবার। রাজকুমারের দুটি ছেলে রয়েছে । পরিবারের হাল ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল কিন্তু আর বাড়ি ফেরা হলোনা । বৃহস্পতিবার রাজকুমারের নিথর দেহ এসে পৌঁছায় গ্রামে । মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে প্রতিবেশী থেকে পরিবারের লোকজনেরা।