নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ৫,ফেব্রুয়ারি :: আবারও ভুয়ো রেলর অফিসার ও আরপিএফ ও সরকারী কর্মী মিলে গ্রেপ্তার চারজন । বর্ধমানের মেমারি থানার অন্তর্গত পালসিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই চারজনকে।
পুলিশ সূত্রে জানা যায় ধৃতরা একটি গভরমেন্ট অফ ইন্ডিয়া লেখা নীলবাতি লাগানো চারচাকা গাড়ী নিয়ে পালসিট টোলপ্লাজা থেকে কিছুটা দূরে রাস্তায় ওভারটেক করা নিয়ে স্থানীয় মানুষদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে । স্থানীয়দের সন্দেহ হলে খবর দেওয়া হয় পুলিশকে।


এছাডা়ও মধ্যমগ্রামের বাসিন্দা শুভম রায় ও কবিরুল আলি ভুয়ো গ্রুপ ডির সরকারী কর্মী বলে পরিচয় দিয়ে নীলবাতি লাগানো ও ভারত সরকার লেখা সাদা গাড়ি নিয়ে ঘুরছিল। ধৃত চারজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।