নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: রবিবার ১৬,মার্চ :: আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা । শনিবার রাতে পূর্ব বর্ধমান জেলার রায়নার বর্ধমান আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কে মিরেপোতা বাজার সংলগ্ন এলাকায় । মারুতি ভ্যানের সঙ্গে সাইকেলের ধাক্কা , রাস্তায় পড়ে গুরুতর জখম এক সাইকেল আরোহী। তিনি পেশায় চাষী বলে জানা গিয়েছে ।
মাঠের কাজ সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন । গুরুতর জখম হয়েছেন তিনি । বুজরুকদিঘী এলাকার বাসিন্দা। ওই ব্যক্তিকে সেহারাবাজার ফাঁড়ির পুলিশ ঘটনারস্থলে পৌঁছে বর্ধমান হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । আহত ওই ব্যক্তির নাম বিভাস গুপ্ত বয়স আনুমানিক ৬০ বছর বলে এলাকা সূত্রে জানা গিয়েছে।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হয় বর্ধমান আরামবাগ রাজ্য সড়কে। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ।