নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: মঙ্গলবার ১৯,মার্চ :: সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাৎ এর ফাঁদ এক যুবকের । আদালতের নির্দেশে তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে প্রতারিত মহিলাকে টাকা ফেরত দিল পুলিশ। সিএসপি সেন্টার খুলে টাকা আত্মসাৎ এর ফাঁদ পেতে ছিল এক যুবক।
কিন্তু আদালত ও পুলিশের তৎপরতায় ধরা পড়লো ওই সিএসপি সেন্টারের মালিক। বেহাত হয়ে যাওয়া টাকা ফিরে পেল প্রতারিত ওই মহিলা। ঘটনাটি কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের কাশিমবাজার এলাকায়।
কাশিমবাজার এলাকায় এসবিআই ব্যাংকের সিএসপি সেন্টার খুলে মজিবর রহমান বলে এক যুবক।২০১৮ সালে এই সিএসপি সেন্টারে আসে মাম্পি মন্ডল। সে সত্তর হাজার টাকা জমা দেয় এবং আগামী পাঁচ বছরে সেই টাকা এক লাখ চার হাজার হবে বলে রিসিটও দেয় সিএসপি সেন্টার থেকে। কিন্তু পাঁচ বছর পরে মাম্পি ব্যাংকে সেই টাকা তুলতে গেলে দেখে তার নামে কোন টাকাই নেই। মাম্পি বুঝতে পারে তাকে যে রিসিট দেওয়া হয়েছিল তা সম্পূর্ণ জাল।।
তারপরে প্রথমে পুলিশের কাছে এবং পরে আদালতে যায়। আদালত পুলিশকে সেই টাকা রিকভারি করার নির্দেশ দিলে মোথাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত মজিবর রহমানকে গ্রেফতার করে।। অভিযুক্তর কাছ থেকে সমস্ত টাকা উদ্ধার করে মহিলার হাতে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এবং মূলত দুই ধাপে ওই মহিলার সমস্ত টাকা উদ্ধার করে দেয় পুলিশ।। আগে ৩৪ হাজার টাকা এবং পরে ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে পুলিশ।। টাকা ফেরত পেয়ে বেজাই খুশি প্রতারিত মাম্পি মন্ডল। মাম্পি বলেন এই ভাবে সব টাকা ফেরত পাব ভাবতেই পারিনি। তার জন্য পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।