আবারও মোবাইলের গেম খেলতে গিয়ে মৃত্যু হল দুই বন্ধুর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: মোবাইলে গেম খেলতে গিয়ে আবারও মৃত্যু হল দুই বন্ধুর ।মৃতদের নাম সৌরভ মারিক ও রেজাউল শেখ । দুজনেরই বাড়ি জয়নগর থানার বহুড়ু এলাকায় । সৌরভ মারিক স্থানীয় দক্ষিণ বারাসাত ধ্রুবচাঁদ হালদার কলেজ এর তৃতীয় বর্ষের ছাত্র ।

রেজাউল একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিল ।শুক্রবার সকালে দুই বন্ধু বাড়ি থেকে বের হয় সাইকেল নিয়ে । এরপর রেল লাইনের ধার থেকে দুই বন্ধুর দেহ উদ্ধার হয় ।

স্থানীয় সূত্রে জানা যায় দুই বন্ধু কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ধারে বসে মোবাইলে গেম খেলছিল । কাকা পাড়ার রেলক্রসিংয়ে পাশে চলন্ত ট্রেন ধাক্কা মারে দুজনকে । ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনে। ঘটনার খবর পাওয়ার পর জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে আসে এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে । এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে আসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =