সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ৫,জুলাই :: ফের লাইনচ্যুত টয় ট্রেন। দার্জিলিং এর রংটং এর কাছে লাইনচ্যুত টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাবার পথে ঘটনাটি ঘটে। শিলিগুড়ি থেকে রওনা হওয়ার অন্তত এক ঘন্টার ভেতর লাইনচ্যুত টয়ট্রেন। রংটং স্টেশনের কাছে লাইনচ্যুত টয়ট্রেন।
সেই সময় ট্রেনে পর্যটকরা ছিলেন। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। সকল যাত্রী সুরক্ষিত রয়েছেন বলে জানা গেছে। একটি এসি কোচ লাইনচ্যুত হয়। ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় রেল কর্মীরা , তারা কোচটিকে পুনরায় লাইনে তুললে রওনা দেয় ট্রেন।