নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: শনিবার ৯,ডিসেম্বর :: শীতের মরশুম শুরু হতেই লোকালয়ে বাঘের হানা। বাঘের আতঙ্কে আতঙ্কিত গোটা গ্রাম। শনিবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠ উপকূল থানার অন্তর্গত ভুবনেশ্বরী গৌড়ের চক এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। বাঘের পায়ের ছাপকে কেন্দ্র করে গোটা গ্রাম আতঙ্কিত হয়ে পড়ে । এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।


বন কর্মীরাও সঙ্গে রয়েছে। জাল পাতার পাশাপাশি খাঁচা পাতারও কাজ চালানো হবে। এ বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার বনদপ্তরে মুখ্য আধিকারিক (ডি এফ ও )মিলন মন্ডল জানান, লোকাল বাঘ ঢোকার খবর পেয়ে ইতিমধ্যেই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং বাঘের পায়ের ছাপটি অনুসরণ করে বোঝার চেষ্টা করছে বাঘটি লোকালয়ের রয়েছে কিনা জঙ্গলের মধ্যে পুনরায় ঢুকে গিয়েছে।
জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। প্রয়োজনে ওই জঙ্গলে পাতা হবে খাঁচা। সাধারণত শীতের মরশুমে সুন্দরবনের বিভিন্ন নদী কিংবা খালগুলিতে জল কম থাকার কারণে অনাআসে জঙ্গল থেকে খাবারের সন্ধানে লোকালয়ের মধ্যে বাঘ ঢুকে যাওয়ার ঘটনা ঘটে। গ্রামবাসীদের ভয়ের কোন কারণ নেই বনকর্মীরা ওই এলাকায় বাঘ খোঁজার কাজ চালাচ্ছে।