সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলতলি :: মঙ্গলবার সাত সকালে লোকালয়ে বাঘের পায়ের টাটকা ছাপ দেখায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে সুন্দরবনের কুলতলি ব্লকের ভুবনেশ্বরী গ্রামের নস্কর ঘেরি এলাকায়। এদিন স্থানীয় মানুষ গ্রামের ধান খেতে বাঘের পায়ের ছাপ দেখতে পায়। মুহূর্তেই গ্রামে বাঘ ঢোকার খবর ছড়িয়ে পড়ে।খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়l গ্রামবাসীরা ঘরের দরজা জানলা বন্ধ করে রাখে ।
গ্রামবাসীদের দাবি, বাঘটি গ্রামের একটি ধান খেতে লুকিয়ে রয়েছেl এদিকে গ্রামের লোকজন একত্রিত হয়ে লাঠি সোঁটা নিয়ে গ্রামের ঢোকার মুখে পাহার দিতে শুরু করে। যাতে কোনওভাবে বাঘটি বাড়িতে ঢুকতে না পারে l এদিকে গ্রামে বাঘ ঢোকার খবর পেয়েই বনবিভাগের রায়দিঘি রেঞ্জের বন কর্মীরা নদী পথে জাল, ঘুম পাড়ানি বন্দুক নিয়ে রওনা দিয়েছে ঘটনাস্থলে l বাঘ ঢোকাকে ঘিরে এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় মইপীঠ উপকূল থানার ওসির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী l
উল্লেখ্য কয়েকদিন ধরেই সুন্দরবনের জঙ্গল থেকে একটি বাঘ রাতের অন্ধকারে বেরিয়ে নদী সাঁতরে কুলতলির লোকালয়ে চলে আসছে। আবার আপন খেয়ালে জঙ্গলে ফিরে যাচ্ছেl স্বাভাবিক ভাবেই বাঘের আগমনে ঘুম ছুটেছে স্থানীয় বাসিন্দাদের।এক গ্রামবাসীর কথায়, “মাটিতে কাদায় বাঘের পায়ের ছাপ স্পষ্ট।
শিশু আর মহিলাদের ঘরে রাখা হয়েছে । গ্রামের পুরুষরা লাঠি হাতে পাহারা দিচ্ছে। বাঘটি ধান খেতের মধ্যে ঘাপটি মেরে রয়েছে বলে অনুমান। বনকর্মীরা আসছে । নিশ্চয়ই কোনও একটা ব্যবস্থা হবে। বাঘের সঙ্গেই সারাবছর ঘর করি ঠিকই তাহলেও আতঙ্ক তো রয়েছে।