আবারও সবুজের ঝড়, কাউন্টিং শুরুর প্রথম থেকে বিজেপি এগিয়ে থাকলেও অবশেষে শেষ হাসি হাসলো তৃণমূল।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ৮,সেপ্টেম্বর :: ধূপগুড়ির দখল নিল তৃণমূল। বিজেপি প্রার্থী তাপসী রায়কে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়।ভোটে জেতার সঙ্গে সঙ্গেই জলপাইগুড়ি কাউন্টিং সেন্টার সংলগ্ন এলাকা সহ বানারহাট এবং ধুপগুড়ি উপনির্বাচনের বিভিন্ন জায়গার তৃণমূল কংগ্রেস কর্মীদের উল্লাসে মেতে উঠতে দেখা যায়।

টানটান উত্তেজনার মধ্য দিয়ে এদিনের ভোট গণনা পর্ব চলে। ভোটগণনার সকাল থেকে এ যেন সাপ-সিঁড়ি খেলা! কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, আবার কখনও তৃণমূল।শুক্রবার সকাল ৮টা থেকে জলপাইগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে শুরু হয়েছে উপনির্বাচনের গণনা।

গণনার শুরু থেকেই প্রবল টানাপোড়েন চলছে।প্রথমদিকে তৃণমূলকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে যান বিজেপি প্রার্থী তাপসী রায়।তবে চতুর্থ রাউন্ডে বিজেপির থেকে ৩৬০ ভোটে এগিয়ে যান তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তবে পঞ্চম রাউন্ডের শেষে ৮০০ ভোটের ব্যবধানে ফের তৃণমূলকে পেছনে ফেলে এগিয়ে যায় বিজেপি।

পরে সপ্তম রাউন্ডে ফের ঘুরে দাঁড়ায় তৃণমূল। বিজেপি থেকে ২ হাজার ৭৩১ ভোটে এগিয়ে যায় ঘাসফুল শিবির। তারপর থেকে আর তৃণমূল প্রার্থীকে পিছনে তাকাতে হয়নি। যতো রাউন্ড বেড়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে ব্যবধান। তবে শেষ অবধি কড়া টক্কর দিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী তাপসী রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eleven =