নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শুক্রবার ১,আগস্ট :: আবার অসাম থেকে এনআরসি নোটিশ তুফানগঞ্জের বাঁশরাজা গ্রামের বাসিন্দা মমিনা বিবিকে। নোটিশ পেয়ে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মমিনা।
আজ সশরীরে মমিনা বিবির বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা বললেন কোচবিহারে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।সেই সাথে সব রকম সাহায্যের আশ্বাস দিলেন মোমিনাকে। জানা গেছে, সম্প্রতি মমিনা বিবির কাছে আসাম রাজ্য থেকে NRC সংক্রান্ত একটি নোটিশ আসে। এরপর থেকেই তাঁর পরিবার গভীর দুশ্চিন্তায় ভুগছে।
এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নেন।
মমিনা বিবির বাড়িতে পৌঁছে অভিজিৎ দে ভৌমিক মমিনা বিবিকে আশ্বস্ত করে বলেন, “আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস সবসময় আপনাদের পাশে আছে। আইনি সহায়তা-সহ সব রকম সহযোগিতা আমরা করব, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়।”