আবারো এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ, এবার ছেলে ও মেয়েকে এসআইআর এর হিয়ারিংয়ের দেওয়ায় আতঙ্কে বাবার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: সোমবার ১৯,জানুয়ারি :: উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহাকুমার হিঙ্গলগঞ্জের মামুদপুরের ১০৩ নাম্বার বুথের ঘটনা ।

                                                                                               আনজুরা বিবি

মোঃ আব্দুর রহমান ও আনজুরা বিবি , এরা দুজনে ছোয়েদ শেখ এর দুই সন্তান । এসআইআর এর নোটিশ আসে, এই দুজনের ডাক পড়ে। ছেলে আব্দুর রহমান কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে । হেয়ারিং এসে আসতে পারবে না আর সেই কারণেই তার দুশ্চিন্তা বেড়ে যায় ।

তারপর থেকেই বাবা-ছোয়েদ শেখ(৬২) রীতিমতো চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন । এরপর তিনি অসুস্থ হয়ে যান , এরপর তাকে হিঙ্গলগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =