নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: রবিবার ৯,নভেম্বর :: আবারো ধুপগুড়িতে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি মহকুমার কালীর হাট সংলগ্ন এলাকায় বিনাপানি এলাকায়। কে জানত এটাই তার রেশন সামগ্রি আনার শেষ দিন।
জানা গেছে রবিবার সকাল ৯ টায় রেশন সামগ্রী নিয়ে বাড়ি আসার পথে টোটো টাটা এসি এবং সাইকেলের মধ্যে সংঘর্ষ ঘটে ঘটনায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি বৃদ্ধ কে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত বৃদ্ধের নাম দ্বিজেন্দ্রনাথ রায় বয়স আনুমানিক ৮৬ বছর। খবর পেয়ে মহকুমা হাসপাতালে ছুটে আসে ধুপগুড়ি থানার পুলিশ এরপর দেহ ময়না তদন্তের জন্য নিজেদের হেফাজতে নেয় এবং মর্গে পাঠায়।
জানা যায় বৃদ্ধের ছেলে ত্রিপুরা পুলিশে কর্মরত। তিনি খবর পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন।ঘটনায় শোকের ছায়া ধুপগুড়ির কালিরহাট সংলগ্ন এলাকায়

