নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ভাটপাড়া :: মঙ্গলবার ২৯,আগস্ট :: সোমবার বিকেলে শুট আউটের ঘটনা ঘটাল দুষ্কৃতীরা। ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে পেশায় মিল শ্রমিক বিকাশ বেহারা নামে ২৬ বছরের এক যুবক। সূত্রের খবর অনুযায়ী আহত ব্যক্তি কাঁকিনাড়া জুট মিলের শ্রমিক।
ভাটপাড়া ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিকাশ কে এদিন এক দল দুষ্কৃতী রাস্তা থেকে তুলে নিয়ে যায়। বিকাশ ২৯ নম্বর রেল গেট দিয়ে ৩৫ নম্বর ওয়ার্ডের দিকে যাচ্ছিল । সেই সময় তাকে অপহরণ করে ভাটপাড়া ৩৫ নম্বর ওয়ার্ডে নিয়ে যায় এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুষ্কৃতীদের ছোড়া গুলি পায়ে লাগে বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন রয়েছে বিকাশ। পুরনো কোন শত্রুতার জেরে তাকে এই খুনের চেষ্টা বলে অভিযোগ তার পরিবারের।ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ।আচমকা গুলি চলার ঘটনায় ফের শোরগোল শুরু হয়েছে গোটা ভাটপাড়া জুড়ে।
এদিনের এই ঘটনার পর হাসপাতালে আহত যুবক কে দেখতে আসেন কাউন্সিলর গোপাল রাউত। এই ঘটনা প্রসঙ্গে কাউন্সিলর বলেন “পুলিশ তদন্ত শুরু করেছে।গুলি বিদ্ধ বিকাশ বেহরা কে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। আহত যুবকের পায়ে গুলি লেগেছে। কে বা কারা এর সাথে জড়িত আছে তার তদন্ত শুরু হয়েছে।
তবে এর সাথে রাজনৈতিক কোন যোগ নেই । ব্যক্তিগত কোন শত্রুতা থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে। আহত যুবক দুষ্কৃতীদের সনাক্ত করে নিয়েছে। পুলিশ সেই মত কাজ করছে। ” এই গুলি চালনার ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।