আবারো রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় আইএসএফ তৃণমূলের কর্মীদের মধ্যে মারধরের ঘটনায় উত্তেজনা!

সুদেষ্ণা মন্ডল  :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: রবিবার ১১,জানুয়ারি :: ভাঙড়ে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ-এর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক অশান্তি সৃষ্টি করেছে।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন পড়ে।সংঘর্ষের পর এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং সড়কে তীব্র যানজটের পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন সকালে চিনিপুকুরে এক রক্তদান শিবিরের আয়োজন করে আইএসএফ।

শিবিরে রক্তদান করতে আসা স্বেচ্ছাসেবকদের জন্য এটি ছিল একটি মহত কাজ, কিন্তু ওই শিবিরে যাওয়ার পথে আইএসএফ কর্মীদের উপর তৃণমূল কর্মীরা হামলা চালায়।

একাধিক সূত্রের দাবি, তৃণমূলের কিছু কর্মী এই শিবিরে উপস্থিত হয়ে আইএসএফ কর্মীদের উপর লাঠি, লোহার রড দিয়ে আক্রমণ চালায়। এ সময় বেশ কয়েকজন আইএসএফ কর্মী গুরুতর আহত হন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তারা তৎকালীন সময়ে তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে।

পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা এবং মারামারি চলতে থাকে, ফলে ঘটনাস্থলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয়রা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশকে কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ করতে বাধ্য হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =