নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গড়বেতা :: রবিবার ১১,জানুয়ারি :: শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার চন্দ্রকোনা রোডে হঠাৎ করে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা চালায় তৃণমূল বলে অভিযোগ শুভেন্দু। হামলা চালানোর পাশাপাশি স্থানীয় বিজেপি নেতাদের মেরেছে এমনও অভিযোগ শুভেন্দুর।
ঘটনা কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সামনেই বিধানসভা নির্বাচন একদিকে সাংগঠনিকভাবে ঘর গোছাচ্ছে তৃণমূল অপরদিকে ছোট ছোট কর্মসূচির মাধ্যমে তৈরি হচ্ছে বিজেপিও। তেমনি এক কর্মসূচিতে যোগ দিতে পুরুলিয়া গিয়েছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পুরুলিয়া জেলা থেকে ফেরার পথে বাঁকুড়া পেরিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে গড়বেতা তিন নম্বর ব্লকের সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের বিলা গ্রামে বিরোধী দলনেতার কনভয় পৌঁছলে সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে তাকে স্বাগত জানাতে তৈরি ছিলেন বিজেপি কর্মীরা।
বিজেপি কর্মীদের দেখে পাশে তৃণমূল কর্মীরা তৃণমূলের পতাকা সংগ্রহ করে নিয়ে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। শুভেন্দুর মাঝখানে ঢুকলে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দুই পক্ষকে আলাদা রেখে বিরোধী দলনেতার কনভয়কে দ্রুত বের করে দেওয়ার চেষ্টা করেন।
তাতে সিআরপিএফ জওয়ানের দ্বারা বিজেপি নেতা গৌতম কৌড়ী আক্রান্ত হন তৃণমূল বিজেপি শুরু হয় মুখোমুখি সম্মুখ সমর । ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মনি কাঞ্চন রায় । শুভেন্দু অধিকারী পাল্টা ঘুরে গিয়ে সামনে পুলিশ বীট হাউসের ভিতরে বসে পড়েন।
৮:৫০ থেকে রাত্রি ১:১০ পর্যন্ত বসে থাকেন বীট হাউসে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে অভিযোগ জানান। পুলিশের উপর চাপ বাড়তে থাকে। অবশেষে রাত দেড়টা নাগাদ এফ আই আর করে বিট হাউস থেকে বেরিয়ে যান শুভেন্দু অধিকারী।
প্রতিবাদ সভার ডাক দেন শুভেন্দু অধিকারী। আগামী মঙ্গলবার চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারী প্রতিবাদ সভা করবেন এমনটাই জানিয়েছেন।

