নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শুক্রবার ১৩,ডিসেম্বর :: আবারও সরকারী জমি দখলের অভিযোগ নিয়ে আসানসোল পৌরনিগমের প্রাক্তন ডেপুটি মেয়র তবাসুম আরা জানান গত ২০১৯সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রীন প্রজেক্ট দমকল কেন্দ্র কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল।
সেই মত প্রশাসনিক স্তর থেকে খতিয়ে দেখাও হয়েছিলো।কাজ শুরু হওয়ার কথা ছিলো কিন্তু তারমধ্যে ২০২০ সাল করোনা কালে কাজ শুরু হয়নি এবং তারপর আর এই গ্রীনপ্রজেক্ট কাজ আর শুরু হয়নি।বর্তমান এখন সেই জমি জমি মাফিয়ারা দখল করে নিয়েছে জমির পরিমান ছিলো ১২০একর । যদিও এখনো কিছু জমি বেঁচে রয়েছে সেই জমিটিও জমি মাফিয়ারা দখল করার চেষ্টা চালাচ্ছে।
 তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেনো জমি দখলকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটি বাসিন্দাদের দাবি গ্রীনপ্রজেক্ট দমকল কার্যালয় যেনো তৈরী হয়।
তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেনো জমি দখলকারী জমি মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটি বাসিন্দাদের দাবি গ্রীনপ্রজেক্ট দমকল কার্যালয় যেনো তৈরী হয়।
যদিও এই বিষয়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্যে চলছে ভূমি দপ্তরে এই চলছে এই দপ্তরে পুরো দুর্নীতি রয়েছে। এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত।যদিও এই বিষয়ে কুলটি সমষ্টি ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে বলে জানান।

