নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৭,মে :: মাদক পাচার রুখতে একের পর এক সাফল্য কুচবিহার পুলিশের । আজ বিশেষ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফক্করের হাট এলাকার একটি বাড়িতে অভিযান চালায় সাহেবগঞ্জ থানার পুলিশ।
অভিযুক্ত সুশান্ত প্রাধান, পিতা হেরম্ব নারায়ণ প্রাধানের বাড়ি থেকে তিনটি বস্তায় লুকানো অবস্থায় আনুমানিক ৯০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়েছে। অভিযানের সময় বাড়ির বাসিন্দারা পালিয়ে যেতে সক্ষম হয়।পুলিশ জানায় অভিযান ও তল্লাশি কার্যক্রম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় বাড়ির মালিকের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের খোঁজে তল্লাশি জারি রয়েছে।