নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ,২৭ জানুয়ারি :: জানুয়ারি শেষ প্রান্তেও গোটা উত্তরবঙ্গ জুড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে সম্প্রতি সিকিমে তুষারপাত হবার সম্ভাবনা রয়েছে হতে পারে বৃষ্টিপাত। এছাড়া দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা গুলিতে ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তুষারপাত হলে স্বাভাবিকভাবেই সমতল এলাকা গুলিতে তাপমাত্রা নেমে যাবে।
জানুয়ারি মাসের প্রথম থেকেই রাজ্যজুড়ে উল্লেখ্য উত্তরবঙ্গে এবারে শীতের দাপট অব্যাহত রয়েছে। বিভিন্ন জেলাগুলিতে সকাল থেকেই কুয়াশার দাপট সাথে কনকনে উত্তরা হাওয়া, ঠান্ডায় জুবুথবু উত্তরবঙ্গ। প্রসঙ্গত আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে, আগামী কয়েক দিন জলপাইগুড়ি ,শিলিগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কুয়াশার দাপট বজায় থাকবে।