নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: শুক্রবার ২১,জুন :: আবারও সিকিমে বৃষ্টি হতে পারে, এমনটাই জানিয়েছে আইএমডি। বুধবার থেকে আইএমডি তরফ থেকে অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে সিকিমে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গ্যাংটক, নামচি, মঙ্গন সহ বেশ কিছু জেলায়। বর্তমানে যারা সিকিমে ঘুরতে গিয়েছেন, তাদের কাছে এই সংবাদ নিঃসন্দেহে সন্তোষজনক নয়।
সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টিপাত। সূত্রে খবর সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে পারে। এরকম পরিস্থিতিতে পর্যটকদের হোটেল বন্দী থাকবার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। আইএমডি সূত্রে জানানো হয়েছে, সিকিমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুতসহ বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। এরকম পরিস্থিতিতে পর্যটকদের হোটেলের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।