আবারো SIR আতঙ্কে মৃত্যুর অভিযোগ বৃদ্ধার

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাদুড়িয়া :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: বাদুড়িয়া পৌর এলাকার ৪(চার)নম্বর ওয়ার্ডের ঘটনা । অভিযোগ- SIR এর ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের হিয়ারিংয়ে ডাক আসে ।

গত ৫ তারিখ তিনি হিয়ারিং এ যান এবং কাগজপত্র দেখানোর পর সদউত্তর না পেয়ে অনিতা বিশ্বাস চিন্তিত হয়ে পড়েন এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

৭ তারিখে তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত হয় । পরিবারের লোক তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে এই কদিন মৃত্যুর সঙ্গে লড়াই করতে থাকে । এবং গতকাল গভীর রাতে তার হাসপাতালেই মৃত্যু হয়।

অভিযোগ-অনিতা বিশ্বাস (৭৫) স্বামী বিরাজ বিশ্বাস । এখানকার স্থায়ী বাসিন্দা । কোন অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্টে স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলেদের নাম আসলেও অনিতা বিশ্বাস এর নাম আসেনি ।

কিন্তু তার আগে ১৯৯৫ সালের ভোটার লিস্টে তার নাম ছিল । কোন কারনে 2002 সালের ভোটার লিস্ট থেকে তার নাম বাদ যায় । কিন্তু তারপরে আবার তার নাম ভোটার লিস্টে ওঠে ।

এবার SIR চালু হলে তিনি তার নথিপত্র সহ সবকিছুই জমা দেন । কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট না দিতে পারলেও তার আগের ভোটার কার্ড এবং পরে ভোটার কার্ড সহ তার অন্যান্য নথি সবই জমা দেন। তারপরও তার হেয়ারিং এ ডাক আসে ।

বাবা ৫ ই জানুয়ারি হিয়ারিং এ গিয়ে নথিপত্র সবকিছু জমা দেওয়ার পরেও আধিকারিকদের কাছ থেকে আশ্বাসবানি না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন আতঙ্কগ্রস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং ৭ তারিখে তার ব্রেন স্ট্রোক হয় । হাসপাতালে চিকিৎসা থাকাকালীন গতকাল গভীর রাতে তার মৃত্যু হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =