নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ কলকাতা :: শুক্রবার ২৯,আগস্ট :: উত্তরাখণ্ডে ফের মেঘভাঙা বৃষ্টির কারণে পাহাড়ি অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন জেলায় নদী-খাল উপচে পড়ছে, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ।
বহু গ্রামে জলমগ্ন হয়ে পড়েছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে সেতু ও রাস্তা। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনাও ঘটছে।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই উদ্ধার তৎপরতা শুরু করেছে। সেনা ও এনডিআরএফ দলকে বিপর্যস্ত এলাকায় পাঠানো হয়েছে। পর্যটক ও স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, অতিবৃষ্টির ফলে গঙ্গা ও এর উপনদীগুলিতে জলস্তর বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যেই হৃষিকেশ ও হরিদ্বারের মতো এলাকায় প্রশাসন হাই অ্যালার্ট জারি করেছে। সাধারণ মানুষকে নদীর ধারে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।